সেলিম রাজ ভ্রমনের জন্য অভিনন্দন

প্রোগ্রাম, ফোল্ডার, প্লেয়ার বন্ধ না করেই কম্পিউটার বন্ধ করুন।

আপনি বেশ কয়েকটা ফোন্ডার, ডকুমেন্ট, মিডিয়া প্লেয়ার চালু করা অবস্থায় কাজ করছেন। হঠাৎ আপনার কোন এক বন্ধু এসে বলল, চল কাজ আছে আমার সাথে যেতে হবে। তখন কি করবেন? সবগুলো ফোন্ডার, ডকুমেন্ট, মিডিয়া প্লেয়ার বন্ধ কর, তা আবার এসে চালু কর, অনেক ঝামেলার ব্যাপার তাই না। কিন্তু আপনি ইচ্ছে করলেই কম্পিউটার উক্ত ফোন্ডার, ডকুমেন্ট, মিডিয়া প্লেয়ার বন্ধ না করেই কম্পিউটারকে সাময়িকভাবে বন্ধ করতে পারেন, যা পরবর্তীতে কম্পিউটার চালু করলে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে।

এই রকম হলে ভালো হয়, তাই না? Hibernate সেই রকম একটা ব্যবস্থা। এই জন্য আপনাকে Control Panel -> Power Options -> Hibernate ট্যাবে গিয়ে Enable Hibernate এ টিক চিহ্ন দিতে হবে। তারপর Apply করে Advance ট্যাবে ক্লিক করুন। এরপর When I press the power button on my computer এর অধীনে Hibernate সিলেক্ট করে Apply -> OK করুন। এখন তাড়াতাড়ি করে কয়েকটা ফাইল ফোন্ডার খুলে কম্পিউটারের Power Button এ চাপ দিন কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তারপর কম্পিউটার আবার চালু করুন। দেখবেন সব কিছু আগের অবস্থায় রয়ে গেছে।

0 মন্তব্য(সমূহ):

Widget By Devils Workshop