সেলিম রাজ ভ্রমনের জন্য অভিনন্দন

ওপেন করা ফোল্ডার পিসি রিস্টার্টের পর সয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে

উইন্ডোজ ৯৮/২০০০ এ কোন ফোল্ডার খোলা অবস্থায় পিসি রিস্টার্ট দিলে পরেরবার পিসি ওপেন হবার সময় ওই ফোল্ডারগুলো সয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যেত। কিন্তু উইন্ডোজ এক্সপি তে বাই-ডিফল্ট এটা হয় না। এই সুবিধাটা সবার জন্য কাজের না হলে অনেকের জন্য বেশ কাজের। ধরুন, আপনি ৭/৮ লোকেশন থেকে ফোল্ডার ওপেন করে কোন কাজ করছেন। এই অবস্থায় কম্পিউটার রিস্টার্ট দিলেন দেখবেন ফোল্ডারগুলো আবার আপনাকে খুঁজে খুঁজে খুলতে হচ্ছে। অথচ সয়ংক্রিয়ভাবে ফোল্ডারগুলো খুলে গেলে আপনার কিছুটা সময় বেঁচে যেত। তাহলে দেখা যাক উইন্ডোজ এক্সপি তে কিভাবে এই সুবিধাটা সক্রিয় করা যায়।
___________________________
My Computer ওপেন করুন। Tools -> Folder Options... -> View তে যান। Advanced settings: থেকে স্ক্রল করে Restore previous folder windows at logon এ টিক মার্ক দিন। Apply -> OK দিন। ব্যাস কাজ হয়ে গেল। এখন থেকে কোন ফোল্ডার খোলা অবস্থায় পিসি রিস্টার্ট দিলে পরেরবার পিসি ওপেন হবার সময় ওই ফোল্ডারগুলো সয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে।

0 মন্তব্য(সমূহ):

Widget By Devils Workshop