সেলিম রাজ ভ্রমনের জন্য অভিনন্দন

উইন্ডোজের টুলস মেনু থেকে Folder Option সরিয়ে ফেলুন

বিভিন্ন প্রয়োজনে কম্পিউটারের কিছু ফোল্ডার লুকিয়ে রাখা যায়।ফোল্ডার লুকাতে বা দেখাতে হলে Tools মেনু থেকে Folder Options-এ যেতে হবে।যদি সেই Folder Option সরিয়ে দেন তবে কেমন হয়?

Tools মেনু থেকে Folder Option সরিয়ে দিতে Run থেকে gpedit যেতে হবে।এখন Group Policy থেকে User configuration/ Administrative Templates/ Windows Components/ Windows Explorer থেকে Remove the Folder Options menu item from the Tools menu-এ দুই ক্লিক করে সক্রিয় করে নিন।এখন দেখুন উইন্ডোজের Tools মেনুতে Folder Option টি আর নেই।এটি আবার পেতে হলে Remove the Folder Options menu item from the Tools menu-এ দুই ক্লিক করে দিন।

0 মন্তব্য(সমূহ):

Widget By Devils Workshop