সেলিম রাজ ভ্রমনের জন্য অভিনন্দন

রান কমান্ডের সাহায্যে চালানো প্রোগ্রামের হিস্টরি মুছে ফেলুন

আমরা Run Command এর সাহায্যে প্রতিনিয়ত যেসব Programs গুলো চালাই সেগুলোর প্রত্যেকটি ক্রমশ History তে জমা হয়। Run Menu র এই History থেকে আপনি যদি কোন নাম মুছতে চান তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করুন -

  • টাস্কবারের উপর রাইট মাউস ক্লিক করে Properties সিলেক্ট করুন, তারপর Start Menu ট্যাবে গিয়ে Customize-এ ক্লিক করুন, Customize Start Menu Dialog Box ওপেন হবে।
  • এবার Advanced ট্যাবে গিয়ে Recent Documents-এর আন্ডারে Clear List-এ ক্লিক করুন এবং Ok > Apply > Ok করে বেরিয়ে আসুন।
এবার দেখুন আগে Run Command এর সাহায্যে যেসব Programs গুলো চালিয়েছিলেন সেগুলি আর রান মেনুতে দেখা যাচ্ছে না।
বি : দ্র : এ কাজটি Ccleaner দিয়ে আরো সহজ ভাবে করা যায় ।

0 মন্তব্য(সমূহ):

Widget By Devils Workshop