সেলিম রাজ ভ্রমনের জন্য অভিনন্দন

আপনার পছন্দের program এর কির্বোড শর্টকাট তৈরী করুন ....

আমরা অনেকেই কাজ করার সময় কি-বোর্ডের শর্টকাট পছন্দ করি ।আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের যেকোন program এর কিবোর্ড শর্টকাট তৈরী করতে পারেন।এতে আপনার সময় এবং ডেস্কটপে program রাখার ঝামেলা হতে মুক্তি পাবেন। চলুন এবার শুরু করি… প্রথমে start বাটনে ক্লিক করুন তারপর যে program এর কিবোর্ড শর্টকাট তৈরী করবেন তার উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে propertics এ ক্লিক করুন এবার shortcut key নামক box এ ক্লিক করুন এবার কিবোর্ডের যে key দিয়ে program টি open করতে চান তা press করুন।

মনে করুন আপনি mozila firefox এর শর্টকাট তৈরী করার জন্য M নামক key টি press করেছেন এতে CTRL+ALT+M এসেছে তার মানে mozila firefox ওপেন করার জন্য CTRL+ALT+M একসাথে press করতে হবে তাহলে mozila ওপেন হবে ।আশা করি ডেস্কটপের উপর ঝামেলা কমবে আর আপনাদেরও ভালো লাগবে ।




0 মন্তব্য(সমূহ):

Widget By Devils Workshop