সেলিম রাজ ভ্রমনের জন্য অভিনন্দন

Context মেন্যুতে "Close Tray" অপশন যুক্ত করুন



My Computer এ গিয়ে যে কোন অপটিক্যাল ড্রাইভে(সিডি/ডিভিডি ড্রাইভ) রাইট মাউস ক্লিক করলে Eject অপশন থাকে। Eject এ ক্লিক করলে অপটিক্যাল ড্রাইভের ট্রে টা বের হয়ে আসে। আলীবাবা ৪০ চোরের কাহিনীর মত মাইক্রোসফট ট্রে খোলার যাদু জানে কিন্তু বন্ধ করার যাদু জানে না :)। অর্থাৎ ট্রে বন্ধ করার কোন অপশন রাখেনি। তবে চিন্তার কিছু নেই, আপনি খুব সহজেই এই অপশনটা কার্যকর করতে পারবেন।

থেকে Close_Tray ফাইলটি ডাউনলোড করুন। আনজিপ পাসওয়ার্ড caecombd। আনজিপ করলে দুটো ফাইল পাবেন nircmd এবং closetray নামে। nircmd ডাবল ক্লিক করে চালু করুন। Copy To Windows Directory বাটনে ক্লিক করুন। Yes -> OK ক্লিক করুন। closetray ডাবল ক্লিক করুন। Yes -> OK ক্লিক করুন। কাজ শেষ। এখন My Computer এ গিয়ে যে কোন অপটিক্যাল ড্রাইভে রাইট মাউস ক্লিক করলে Close Tray নামে ও একটা অপশন দেখতে পাবেন।

0 মন্তব্য(সমূহ):

Widget By Devils Workshop